নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ২৯ মার্চ, ২০২০

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই হস্তান্তর

করোনাভাইরাস থেকে চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮টি পার্সোনাল প্রটেকশন ইক্যইপমেন্ট (পিপিই) দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

এছাড়া নবাবগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্লাভস, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, দুটি জীবানুনাশক স্প্রে মেশিন দেওয়া হয়।

রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলামের কাছে এসব হস্তান্তর করেb নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু।

এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ্র সরকার অনুপ, ডা. রবিউল ইসলাম, ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন উপপরিদর্শক সুজন বিশ্বাস প্রমুখ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিপিই,নবাবগঞ্জ,স্বাস্থ্য কমপ্লেক্স
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close