reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মার্চ, ২০২০

করোনা আতঙ্কের মধ্যেই পদ্মায় স্প্যান বসছে আজ

দেশজুড়ে চলছে করোনাভাইরাসের আতঙ্ক। তবে এই আতঙ্কের মধ্যেই পদ্মায় সেতুর নির্মাণকাজ চলছে সীমিত আকারে। আজ শনিবার সেতুতে আর একটি স্প্যান বসানো হবে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। এই ২৭তম স্প্যানটি বসবে ২৭ ও ২৮ নম্বর পিয়ারের ওপর। আর এর মাধ্যমে পদ্মা সেতু দৃশ্যমান হবে ৪ হাজার ৫০ মিটার। এরই মধ্যে স্প্যানটি ইয়ার্ড থেকে মাঝ নদীতে নেওয়া হয়েছে। আজ সকালে এটি পিয়ারের ওপর তোলার কাজ শুরু হবে।

জানা গেছে, আগামী মাসে আরো দুটি স্প্যান বসানোর কাজ চলছে। ৬ দশমিক ১৫ মিটার দীর্ঘ পদ্মা সেতু মোট ৪১টি স্প্যান জোড়া দেওয়ার মাধমে পুরোপুরি দৃশ্যমান হবে।

পদ্মা সেতু প্রকল্প এলাকায় এখন ৩০ শতাংশ শ্রমিক কাজ করছেন বলে জানায় কর্তৃপক্ষ। তারা প্রকল্পের ভেতরেই থাকেন। বাকি ৭০ শতাংশ শ্রমিক বিশেষ করে বাংলাদেশিরা, করোনা আতঙ্কে ছুটি নিয়ে চলে গেছেন।

যারা প্রকল্প এলাকায় আছেন, তারা এখন স্প্যানে রং করার কাজ করছেন। সেতুতে বসানোর জন্য পাঁচটি স্প্যান প্রস্তুত আছে। এর মধ্যে দুটিতে রং করার কাজ চলছে বলে জানায় সূত্র।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদ্মা সেতু,স্প্যান,করোনা আতঙ্ক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close