হিলি প্রতিনিধি

  ২৭ মার্চ, ২০২০

হিলিতে ভারত থেকে আসা ৭ জন কোয়ারেন্টাইনে

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে ফেরা ৭ পাসপোর্টধারী যাত্রীকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হুম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

হাকিমপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে খোলা কোয়ারেন্টাইনে তাদেরকে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য মেডিকেল অফিসার ডা. নাজমুস সাইদ জানান, তারা অসুস্থ না হলেও করোনা আক্রান্ত সন্দেহে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী জানান, ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার পর উপজেলা প্রশাসন তাদেরকে হুম কোয়ারেন্টাইনে ভর্তি করার জন্য নিয়ে যায়।

হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, হিলিবাসীর তথা দেশের স্বার্থে হিলি ইমিগ্রেশনসহ এখনই সব লকডাউন করে দেওয়া উচিৎ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোয়ারেন্টাইন,হিলি,দিনাজপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close