কেন্দুয়(নেত্রকোনা) প্রতিনিধি

  ২৬ মার্চ, ২০২০

মানবতার সেবায় রাত জেগে মাস্ক বানাচ্ছে কল্যাণী যুব ফাউন্ডেশন

করোনা ভাইরাস প্রতিরোধে মানবতার সেবায় রাত জেগে মাস্ক বানাচ্ছেন নেত্রকোনা-কেন্দুয়ার কল্যাণী যুব ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন। এমনি কিছু ছবিসহ একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন কল্যাণী হাসান নামে একটি ফেজবুক আইডি।

ওই ফেজবুক আইডি ব্যবহারকারী ব্যাক্তির সাথে বুধবার রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার নাম কল্যাণী হাসান, তিনি কেন্দুয়া পৌর শহরের বাসিন্দা। তাদের একটি কল্যাণী যুব ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন। তিনি ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক।

এসময় তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে বরং সচেতন এবং সতর্ক হতে।

গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তার কল্যাণী যুব ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন। করোনাভাইরাস প্রতিরোধ মূলক বার্তা ও মাস্ক এবং সাবান বিতরন করছেন।

এই কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সংগঠনের কর্মীরা রাত জেগে গ্রামের মানুষের জন্য মাস্ক বানাচ্ছেন।

এ সময় সংগঠনের প্রধান কল্যাণী হাসান আরও জানান, যতদিন পর্যন্ত আমাদের দেশ করোনা মুক্ত ঘোষণা না হবে ততদিন পর্যন্ত গ্রামের মানুষের পাশে তারা তাকবে এবং তাদের এই কাজ অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কল্যাণী ফাউন্ডেশন,মাস্ক,কেন্দুয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close