চট্টগ্রাম ব্যুরো

  ২৫ মার্চ, ২০২০

করোনা প্রতিরোধ

বিরামহীন হেঁটে জীবাণুনাশক পানি ছিটালেন চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর মোড়ে মোড়ে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাইকিংয়ের পর সড়কে জীবাণুনাশক পানি ছিটালেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার সকাল ১১ টায় নগরীর ওয়াসার মোড় থেকে এ কার্যক্রম শুরু করা হয়। প্রায় ৪ কিলোমিটার পথ বিরামহীন হেঁটেই জীবাণুনাশক পানি ছিটিয়েছেন সিটি মেয়র। সাথে ছিলেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় মেয়র আ জ ম নাছির বলেন, আতঙ্কিত না হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যে কয়দিন সরকার ছুটি ঘোষণা করেছে সে কয়দিন ঘরে বসে কাটান। সবার সম্মিলিত সচেতনতার মাধ্যমেই করোনাভাইরাসের মহামারি রোধ করা সম্ভব। যতদিন করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমবে না ততদিন পুরো শহরজুড়ে জীবাণুনাশক পানি ছিটানো অব্যাহত থাকবে।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নির্দেশনা মেনে চলুন। তাহলে সম্মিলিত প্রচেষ্টায় করোনাভাইরাস প্রতিরোধ করতে পারবো।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, প্রথম দিন ১৬ হাজার লিটারের ২টি ও ৯ হাজার লিটারের একটি পানির ভাউচারে ব্লিচিং পাউডার মেশানো পানি নগরীতে ছিটানো হয়েছে। প্রতিদিন পুরো নগরীতে জীবাণুনাশক পানি ছিটানো অব্যাহত থাকবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চসিক মেয়র,জীবাণুনাশক,পানি ছিটানো,চট্টগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close