সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি

  ২৮ ফেব্রুয়ারি, ২০২০

সুন্দরগঞ্জে নিহত ৪ পুলিশ সদস্য স্মরণে আলোচনাসভা

‘আপনাদের মন কি নিহত ৪ পুলিশ সদস্য’র পরিবারের জন্য কাঁদে না’

গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের নিহত ৪ পুলিশ সদস্য স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আপনাদের মন কি নিহত ৪ পুলিশ সদস্যদের জন্য কাঁদে না? তারা তো আপনাদেরই নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাহলে আপনারা কেন তাদের হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন? আপনারা অভয়ে সাক্ষ্য দিয়ে সহায়তা করুন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের।

শুক্রবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে স্থাপিত নিহত ৪ বীর পুলিশ সদস্যের স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ- আব্দুল্লা-হিল-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

নিহত ৪ পুলিশ সদস্যের আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করে তিনি আরও বলেন, আপনাদের এ অপূরনীয় ক্ষতি কোনও কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব নয়। আপনারা পুলিশ পরিবারের সদস্য। আপনাদের পাশে আমরা সব সময়ই থাকবো। যেকোনও প্রয়োজনে আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করবো।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার- আব্দুল আউয়াল, পুলিশ পরিদর্শক (তদন্ত)- তাজুল ইসলাম, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- মাহফুজুর রহমান, কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- মোখলেছুর রহমান, ভালোবাসি সুন্দরগঞ্জের প্রতিষ্ঠাতা- রেজাউল আলম রেজা, উপজেলা জাপা'র সাধারণ সম্পাদক- আব্দুল মান্নান মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি- আহসানুল করিম চাঁদ, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি- অধ্যক্ষ একেএম হাবিব সরকার, ইউপি চেয়ারম্যান- নজমুল হুদা, ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি- সমস উদ্দিন বাবু, সোনারায় পুলিশিং কমিটির উপদেষ্টা- রেজাউল করিম, প্রত্যক্ষদর্শী- আমিনুল ইসলাম।

স্মরণসভা শেষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে নগদ অর্থসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

প্রসঙ্গত, গত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতি কঅপরাধ ট্রাইব্যুনালকর্তুক দেলওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে উপজেলায় জামাত-শিবির ব্যাপক নারকীয় তাণ্ডব চালালে বানডাঙ্গা পুলিশতদন্ত কেন্দ্রে ১ জি আরপি সদস্যসহ ৪ পুলিশ সদস্য নিহত হন। তারা হলেন- জেলার সাঘাটা উপজেলার খামারধনরুহা গ্রামের নাজি মউদ্দিন, রংপুরের পীরগাছা উপজেলার রহমতেরচর গ্রামের তোজাম্মেল হক, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত গোবধা গ্রামের হযরত আলী ও বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুর পাড়া গ্রামের বাবলু মিয়া।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুন্দরগঞ্জ,নিহত,পুলিশ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close