টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২৫ ফেব্রুয়ারি, ২০২০

টঙ্গীতে পোশাক কারখানা পরিদর্শন করলেন জার্মান মন্ত্রী

তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন জার্মানের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়কমন্ত্রী জের্ড মুলার। মঙ্গলবার গাজীপুরের টঙ্গীতে ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।

এসময় বাংলাদেশের পচনশিল বোতাম রপ্তানি ও তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের সুষ্ঠ কর্ম পরিবেশ, ন্যায্য মজুরি, উৎপাদন বৃদ্ধি সম্পর্কে অলোচনা করেন মন্ত্রী।২০ সদস্যের একটি দল এবার বাংলাদেশে কারখানা পরিদর্শনে এসেছেন।

এর আগে সকালে টঙ্গীর তিলারগাতি এলাকায় রয়েল ফুড ওয়ার লি. বিসিক এলাকায় টিভোলী এ্যাপারেলস লি: ও রেডিসন এ্যাপলেস লি. কারখানায় আসেন তিনি। টিভোলী এ্যাপারেলস লি. কারখানার (মানব সম্পদ) বিভাগের কর্মকতা মো.ফরিদুল ইসলাম জানান, মন্ত্রী কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্ম পরিবেশ সম্পের্কে আলোচনা করেছেন।

পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুই দেশের মধ্যে অর্থ-বাণিজ্য সম্পর্কে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেনপররাষ্ট্র মন্ত্রনালয়ের সহকারী সচিব মো. তারেক মাহমুদ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টঙ্গী,পোশাক কারখানা,জার্মান,কারখানা পরিদর্শন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close