টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি, ২০২০

টঙ্গীতে কারখানার রডের স্তুপের নিচে শ্রমিকের মরদেহ

গাজীপুরের টঙ্গীতে একটি কারখানা থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমরার ভোর ৬টায় মিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেছে।

নিহত শ্রমিকের নাম মো.কাশেম হক(৩০)। তিনি সিলেট জেলার বিশ্বনাথ থানার মান্দারকা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। জানা যায়, সোমবার ভোরে এসএস স্টিল লি: নামক একটি লোহা তৈরির কারখানা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

কারখানাটিতে ডোলার শ্রমিক হিসেবে কাজ করতেন কাশেম। রোবাবার বিকেল থেকেই সহকর্মীদের সঙ্গে নৈশকালিন কাজ করছিলেন। সোমবার ভোরে কাজ করতে গিয়ে রডের স্তুপের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশে খবর দেন কারখানার শ্রমিকরা।

উপ-পরিদর্শক সুমন মিয়া প্রাথমিক সুরতহাল ও ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তার শরীর থেতলে যায়। কাশেম কারখানায় ঝুঁকিপূর্ণ স্থানে কাজ করতো।

যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানা পুলিশের পরিদর্শক(তদন্ত) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টঙ্গী,কারখানা,শ্রমিক,মরদেহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close