উখিয়া প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০২০

উখিয়ায় রোহিঙ্গাদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের হামলায় ৪ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে ৬ ও ৩ নম্বর ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।

ক্যাম্প পুলিশের ইনচার্জ মোবারক হোসেন জানান, উক্ত ক্যাম্পে মৌলভী আকিজ, হাফেজ হাশেম, মৌলভী হামজা ও মৌলভী আলী আহম্মদসহ বেশ কয়েকজন আসামি অবস্থান করছিল। এমন খবরের ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়।

এসময় রাতের অন্ধকারে শত শত উচ্ছৃঙ্খল লোক, সন্ত্রাসী রোহিঙ্গা যুবকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় ৪ কনস্টেবল আহত হন।

উখিয়া থানার ওসি মর্জিয়া আক্তার মর্জু এসব তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উখিয়া,রোহিঙ্গাদের হামলা,পুুলিশ সদস্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close