reporterঅনলাইন ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি, ২০২০

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ মায়ের পর ছেলের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলায় গ্যাসের আগুনে দগ্ধ পরিবারের আরেক সদস্যের মৃত্যু হয়েছে। কিরণ মিয়া নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। কিরণের শরীরের ৭০ শতাংশ আগুনে দগ্ধ হয়েছিল।

কিরণের মা নূরজাহান বেগম ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান। একদিন আগের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে দুজনের মৃত্যু হলো।

ইনস্টিটিউটের চিকিৎসক পার্থ শংকর পাল জানান, কিরণের ছেলে আবুল হোসেন ইমনকে (২২) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।

এছাড়া কিরণের ছোট ভাই হীরণ মিয়া (২৮), কিরণের আরেক ছেলে আপন মিয়া (১০), হীরণের স্ত্রী মুক্তা (২১), তাদের মেয়ে ইলমা (৩) ও কিরণের ভাগ্নে কাউছার (১৬) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলার সাহেবপাড়া এলাকায় একটি তিন তলা বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন গার্মেন্ট এক্সেসরিজের ব্যবসায়ী কীরণ। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ওই বাসার কেউ রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে পুরো বাসায় আগুন ধরে যায়। তাতে বাসায় থাকা আটজন দগ্ধ হন।

আশপাশের লোকজন ছুটে এসে প্রথমে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আরও দুজনকে বের করে আনেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আগুনে ওই বাসার প্রায় সব আসবাবপত্র পুড়ে যায়। পরিবারের সদস্যদের মধ্যে কেবল কিরণের স্ত্রী লিপি অক্ষত রয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারায়ণগঞ্জ,গ্যাসের আগুনে দগ্ধ,অগ্নিকাণ্ড
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close