reporterঅনলাইন ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি, ২০২০

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ১৫ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নারী-শিশুসহ ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এছাড়া ৬২ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের কাছে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজমীর জানান, ট্রলারটি ৭০ রোহিঙ্গা ও ১০ বাংলাদেশিকে নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিল। সেন্টমার্টিন দ্বীপের কাছে গিয়ে গভীর সমুদ্রে ট্রলারটি ডুবে যায়।

এ ঘটনায় ১৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ৬২ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ঘটনাস্থলে এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রলারডুবি,বঙ্গোপসাগর,মালয়েশিয়া,রোহিঙ্গা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close