গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২০

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনা

স্কুলে যাওয়ার পথে ২ শিক্ষার্থী নিহত

দুই বন্ধু একটি বাইসাইকেলে চড়ে স্কুল যাচ্ছিল

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাইক্রোবাসের চাপায় দুই স্কুলছাত্র মারা গেছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কে উপজেলার সাধুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—সোহাগ আলী (১২) ও সুমন আলী (১১)। উপজেলার রাতাহারি গ্রামে তাদের বাড়ি। সোহাগের বাবার নাম হামিদুর রহমান। আর সুমনের বাবা আলমগীর হোসেন। সুমন নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। একই শ্রেণিতে রাতাহারি ব্র্যাক স্কুলে পড়তো সোহাগ। দুই বন্ধু একটি বাইসাইকেলে চড়ে স্কুল যাচ্ছিল। পথে দুর্ঘটনার শিকার হয় তারা।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, স্কুল যাবার পথে সাধুর মোড় এলাকায় একটি মাইক্রোবাস প্রথমে বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সোহাগ ও সুমন মাইক্রোবাসের সামনে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটি না থেমে চাকায় দুই স্কুলছাত্রকে পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই স্কুলছাত্রের মৃত্যু হয়। পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মাইক্রোবাসটিকে শনাক্ত করে এর চালককে গ্রেফতারের চেষ্টা করছেন বলেও জানান ওসি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সড়ক দুর্ঘটনা,গোদাগাড়ী,স্কুল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close