মনোহরগঞ্জ প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২০

মনোহরগঞ্জ ছাত্রলীগের নবগঠিত কমিটির কার্যক্রম শুরু

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতির কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার উপজেলার পোমগাঁও গ্রামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের প্রয়াত পিতা-মাতার কবর ও ডুমুরিয়া গ্রামে উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি শহীদুল্লাহ খাঁন সবুজের কবর যেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন নবগঠিত কমিটি।

পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত শেষে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, নবগঠিত কমিটির সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমির হোসেন, জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন ইকবাল, বাইশগাঁও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শিমুল, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বাহার, হাসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক স্বপন, খিলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিলন, উত্তর হাওলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরেফিন রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ঝলম দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইফরাত আহমেদ ইফু, বিপুলাসার ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক মাজহারুল ইসলাম, নাথেরপেটুয়া ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি শিব্বির আহমেদ, ফরহাদ হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মমিন উল্লাহ, মনোহরগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম, নাথেরপেটুয়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেলসহ বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি কামরুজ্জামান শামীমকে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আমজাদ হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মনোহরগঞ্জ,মনোহরগঞ্জ উপজেলা,ছাত্রলীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close