বগুড়া প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২০

কাহালুতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

বগুড়ার কাহালু রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মা ফেলানী (৫০) ও ছেলে রাজ বাবুর (২৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কাহালু রেলস্টেশনে সান্তাহারগামী আন্তঃনগর ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলা দেড়টার দিকে ছেলে রাজ বাবু ও তার মা ফেলানী লাইন পার হতে গিয়ে ট্রেনে কেটে মারা যায়। ফেলানী কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী এবং রাজ বাবু তাদের ছেলে।

জানা গেছে, ফেলানী বেগম রেলস্টেশনের অদূরে বটতলায় রেললাইন সংলগ্ন ফুটপাতে খাদ্য বিক্রি করেন। বেলা দেড়টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে পৌঁছার আগে রাজ বাবু আত্মহত্যার করার উদ্দেশে ট্রেনের নিচে ঝাঁপ দিতে যায়। এ সময় তার মা উদ্ধার করতে গেলে দুজনই ট্রেনে কাটা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে মারা যান। পরে থানা পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। তিনি নিহতদের পরিবারকে সান্ত্বনা দেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া,ট্রেনে কাটা পড়ে মৃত্যু,কাহালু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close