reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি, ২০২০

বগুড়ায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়ায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় এক এইচএসসি শিক্ষার্থীসহ তিনজনের প্রাণ গেছে। জেলার শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলায় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন সরকার বলেন, মোকামতলা থেকে দুইজন মোটরসাইকেলে করে মহাস্থানে যাচ্ছিল। পথে ঢাকা-রংপুর মহাসড়কের মালাহার এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই নিহত হন।

এরা হলেন—বগুড়ার গাবতলী উপজেলার দেওনাই সাহাপুরের রফিকুলের ছেলে এনজিও কর্মী হানজেলা (২২) ও মোকামতলার মুরাদপুর গ্রামের খায়রুলের ছেলে এইচএসসি পরীক্ষার্থী রনি (১৬)। এছাড়া শাজাহানপুরে ট্রাকচাপায় রবিন (২৪) নামের আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শাজাহানপুর থানার ওসি নাজিম উদ্দিন বলেন, সকালে উপজেলার কামারপাড়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনায় নিহত রবিন শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চ্গাইর গ্রামের মামুন মিয়ার ছেলে।তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। দুর্ঘটনার পর চালক ট্রাকসহ পালিয়ে যায়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুর্ঘটনা,বগুড়া,মোটরসাইকেল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close