কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২০

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় কলেজছাত্র গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় ইমন (১৯) নামের এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে পৌর শহরের বাদুরতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ইমন সরকারি মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজের উচ্চ মাধ্যমিক (কলা অনুষদ) ২য় বর্ষের ছাত্র ও নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ ইমন নামের ফেসবুক আইডি থেকে গত ২৪ জানুয়ারি বিকৃত একটি মূর্তির মাথা কেটে প্রধানমন্ত্রীর মাথা লাগিয়ে ছবিটি পোস্ট করে ইমন। পরে ওই আইডি থেকে ছবিটি মুছে আবার দেশবাসীর কাছে সে ক্ষমা চায়। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়ে পুলিশের নজরে আসলে তাকে গ্রেফতার করে পুলিশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় ইমনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে কলাপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেসবুক,প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি,কলেজছাত্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close