reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি, ২০২০

পারাবাত এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে আগুন

ঢাকা থেকে সিলেটগামী পারাবাত এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ট্রেনটি শুক্রবার সকাল ৮টা ৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনে থামার পরই পাওয়ারকারটিতে আগুন লেগে যায়। পরে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. শোয়েব জানান, সকালে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনে এসে পৌঁছার পরপরই পাওয়ারকারে আগুন লাগে। এ সময় স্টেশনের লোকজন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসে খবর দেয় ও নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে।

এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চেষ্টা চালিয়ে সকাল আগুন নেভাতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পাওয়ারকারটি রেখে ট্রেনটি সিলেটির উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও জানান, আগুনে পাওয়ারকার ছাড়া ট্রেনটির অন্য কোনো বগির ক্ষতি হয়নি। ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ভোর ৬টা ২০ মিনিটে ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশে রওনা দিয়েছিল।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রেল স্টেশন,পারাবত এক্সপ্রেস,ট্রেনে আগুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close