ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২০

ধামইরহাটে মসলা গ্রাম উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে মসলা গ্রাম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জাহানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর জাহানপুরের নতুন নাম মসলা গ্রাম হিসেবে নামকরণ করে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ওই গ্রামের ৫০জন মহিলার মাঝে ৩২টি তেজপাতা, ৯টি দারুচিনি এবং ৯টি আলুভোখরা গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজা,জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ওসমান আলী,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন,ইউপি সদস্য রুমা পারভীন,প্রভাষক আব্দুল লতিফ,উপসহকারী কৃষি কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল ও ওয়াসেকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, মসলা গ্রামের অধিকাংশ অধিবাসী মসলা উৎপাদন ও বিপণন কাজে জড়িত থাকায় এই গ্রামের নতুন নামকরণ করা হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নওগাঁ,মসলা গ্রাম,ধামইরহাট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close