নীলফামারী প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০২০

মাঘের শীতে বিপর্যস্ত নীলফামারীর জনজীবন

প্রবাদ রয়েছে ‘মাঘের জাঁরে বাঘ কাঁন্দে’ (মাঘ মাসের শীতে বাঘও কাঁদে)। তবে এখন বাঘ না কাঁদলেও এই মাঘের তীব্র শীতে কাঁপছে উত্তরের জেলা নীলফামারী। মাঘ মাসের শুরুর দিন থেকেই তীব্র শীত জেঁকে বসেছে হিমালয়ের পাদদেশে থাকা উত্তরের জেলা নীলফামারীতে। গত তিন দিন থেকে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জীবনযাত্রা।

মঙ্গলবার সকাল ছয়টায় নীলফামারী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া দপ্তর। বেলা বাড়ার সাথে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া দপ্তরের আবহাওয়া সহকারী লোকমান হাকিম।

তিনি বলেন, টানা কয়েক দিন বিরতি থাকার পর গত শনিবার থেকে জেলায় তাপমাত্রা কমতে থাকে। ওই দিন জেলা জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়।

রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে তাপমাত্রা আরো কমে মঙ্গলবার সকাল ৬টা ও ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাঘের শীত,নীলফামারি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close