টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০২০

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা

টঙ্গীতে ছাত্রলীগের ফের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলাম দিপুকে গ্রেফতার ও জাপার যুগ্ন মহাসচিব পদ থেকে অব্যাহতির দাবি জানিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দিপু ও জিএম কাদেরর কুশপুত্তলিকা দাহ ও প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার দুপুরে টঙ্গীর কলেজ গেইট এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম, এমএম নাসির,যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা,আমান উদ্দিন সরকার, ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান জয় প্রমুখ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টঙ্গী,ছাত্রলীগ,গ্রেফতারের দাবি,আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close