কক্সবাজার প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০২০

কক্সবাজারে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, ঢাবি শিক্ষার্থীসহ আহত ৪০

কক্সবাজারের রামুতে পর্যটকবাহী বনভোজনের বাস খাদে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৪০জন আহত হয়েছেন।

শনিবার ভোরে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু হাসপাতাল সংলগ্ন মেরুংলোয় লম্বা ব্রিজে এ ঘটনা ঘটে।

এঘটনায় বনভোজনে আসা বাসের যাত্রীদের মধ্যে আহতরা হলেন, পটুয়াখালী, মির্জাগঞ্জের মোঃ শাহাজানের পুত্র আবির(২১), একই এলাকার নাছির উদ্দিনের পুত্র আতিক (২২), আবু বশরের পুত্র মোছাদ্দেক (২২), সাতক্ষীরা জেলার নুরুল আমিনের ছলে সোহান (২২), বরগুনার আমতলীর জালাল উদ্দিনের ছেলে জাহিদ ইসলাম, একই এলাকার মোতাহের হোসাইনের ছেলে জিয়াউল করিম (২৭), ঢাকার আলতাফ হোসাইনের ছেলে নাজমুল হুসাইন(২৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের আব্দু শুক্কুরের ছেলে গফুর (২৫), বরগুনা, সদরের খলিলুল্লাহর ছেলে আল আমিন (২৬), পটুয়াখালীর মির্জাগঞ্জের রফিক উদ্দিনের ছেলে ইউনুচ (২৪), পটুয়াখালীর মির্জাগঞ্জের মোস্তফা গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬), পটুয়াখালীর মির্জাগঞ্জের হাবিবুর রহমানের ছেলে আব্দুর রউফ (২৫), পটুয়াখালীর মোশারফ হোসাইনের ছেলে আবু মুছা(২৭), কুমিল্লার সুলতান পুরের সুলতান আহমেদেও ছেলে মাহিম ( ২৭), পটুয়াখালীর আবু তৈয়ব সিকদারের ছেলে রাজিব (২৭), যশোরের মোশরাফ হোসাইনের ছেলে বকতিয়ার (২৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের জাকির হোসাইনের ছেলে মনজরুল হোসাইন সাকিব (১৯), ঢাকার নজরুল ইসলামের ছেলে ১৮ জুয়েল (২৭), ঢাকার মির্জাপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে ১৯) নোমান (২৭), পটুয়াখালীর মির্জাগঞ্জের আব্দুল জাব্বারের ছেলে মেহেদী হোসাইন (২৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের কবির আহমদেও ছেলে নয়ন (২৬), পটুয়াখালীর মির্জাগঞ্জের মোতাহের হোসাইনের ছেলে নাঈম হুসাইন(২২), পটুয়াখালীর মির্জাগঞ্জের আলতাফ হোসাইনের ছেলে ফয়সাল (২০), পটুয়াখালীর মির্জাগঞ্জের জাহাঙ্গীর আলমের ছেলে মোশরফ হুসাইন(২৫), পটুয়াখালীর বাচ্চুর ছেলে সাইফুল ইসলাম বাপ্পি (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জের শাহা জামালের ছেলে নিজাম (২৬), পটুয়াখালীর শ্রীনগর এলাকার মোছাদ্দেকের ছেলে সাইফুল ইসলাম(২৭), পটুয়াখালীর মির্জাগঞ্জের আশরাফ আলীর ছেলে হাসিব (১৯), পটুয়াখালীর মির্জাগঞ্জের আব্দুল মান্ননের ছেলে সজল (২৬), পটুয়াখালীর মির্জাগঞ্জের জাকির হোসাইনের ছেলে নজরুল হক সাকিব (১৯), পটুয়াখালীর মির্জাগঞ্জের নাহিদের ছেলে রহিমা(২৬), শরীয়তপুরের আসাদ আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক(২৫) , পটুয়াখালীর মির্জাগঞ্জের শহিদ ইসলামের ছেলে শফিক (২৪), বরিশালের শহিদুল ইসলামের ছেলে মোনাফ হুসেন সাঈদ (২৫), পটুয়াখালীর মির্জাগঞ্জের বেলাল হোসাইনের ছেলে মোহাম্মদ (২৬)।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। পরে আহতদের মধ্যে বেশ কজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্রগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বনভোজনে বহনকারী ৪৫ আসনের একটি বাস ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু হাসপাতাল সংলগ্ন মেরুংলোয় লম্বা ব্রিজ অতিক্রম করার সময় ব্যাটারি চালিত অটো’কে সাইট দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নিচে খাদে পড়ে যায়। পরে তাঁদের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল্লাহ জানান, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৪৫ জনের সাব্বির নামে ১টি বাস (ঢাকা মেট্রো – ব ১১-৫৮২৫) বনভোজনে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি ভোরে রামু হাসপাতাল সংলগ্ন লম্বা ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নিচে খাদে পড়ে যায়। এসময় ৪০জনের মতো আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাকবলিত বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের অবস্থ খারাপ হওয়ায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে ৫/৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় রামু থানার ওসি মোঃ আবুল খায়ের ও বাংলাদেশ সেনাবাহিনী রামু’র - ১০পদাধীক ডিভিশনের সদস্যরা পরিদর্শন করেছেন এবং পরে বাসটি সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে থানায় হেফাজতে নেয়া হয়েছে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার,ব্রিজের রেলিং,বাস খাদে
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close