reporterঅনলাইন ডেস্ক
  ১১ ডিসেম্বর, ২০১৯

পাটকল শ্রমিকদের অনশন দ্বিতীয় দিনে

আমরণ অনশনে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা

মজুরি কমিশন বাস্তবায়ন, পিপিপি ব্যবস্থা বাতিলসহ ১১ দফা দাবিতে বুধবার দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা।

মঙ্গলবার বেলা ৩টা থেকে নিজ নিজ মিল গেটে ওই কর্মসূচি শুরু করেন শ্রমিকেরা। রাতে তারা সেখানেই অবস্থান করেন। আজ বেলা ১২টা পর্যন্ত প্রায় ৪০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ১৫ জনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের অনশনস্থলে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ওই আন্দোলনের ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। ওই পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বলেন, প্রচণ্ড শীত ও ক্ষুধার কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ছেন। ১৫ জনকে ইতোমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সমস্যা সমাধানে ঢাকায় মঙ্গলবার বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। এজন্য শ্রমিকেরা অনশন অব্যাহত রেখেছেন। যতই কষ্ট হোক, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।

পরিষদের নেতারা বলেন, পূর্বঘোষিত এই অনশন কর্মসূচিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের মধ্যে ৮টি অংশ নিচ্ছে। শুধু যশোরের জেজেআই আন্দোলনের অন্যান্য কর্মসূচির সঙ্গে যুক্ত থাকলেও অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছে না।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনশন,পাটকল শ্রমিক,কর্মসূচি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close