লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২১ নভেম্বর, ২০১৯

লোকালয়ে হাতি, আতংকে এলাকাবাসী

লোহাগাড়ায় লোকালয়ে ঢুকে পড়েছে বন্যহাতি

চট্টগ্রামের লোহাগাড়ায় বনাঞ্চল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে বন্যহাতি। বৃহস্পতিবার ভোরে লোহাগাড়া সদর ইউনিয়নের লম্বাদিঘীর পাড় এলাকায় হাতির দলটি দেখতে পান স্থানীয়রা।

জানা যায়, ১০/১২টি হাতি যে জায়গায় অবস্থান করছে তার আশপাশে বনাঞ্চল নেই। ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত গভীর রাতে বনাঞ্চল থেকে এ হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে খাদ্যের সন্ধানে। ভোরে হাতির দল ওই এলাকায় আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতির দলটি লম্বাদিঘীর পাড়সংলগ্ন কবরস্থানের পাশে অবস্থান করছে।

এদিকে, লোকালয়ে বন্যহাতির দল ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমায়। বন্যহাতি যেকোনো সময় আক্রমণ করতে পারে—এ আতংকে রয়েছে এলাকাবাসী।

খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে বন্যহাতির দলকে বনাঞ্চলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান টংকাবতী বিট কর্মকর্তা ফেরদৌস আলম। তিনি আরো জানান, বনাঞ্চলে খাদ্য ও নিরাপদ বাসস্থানের অভাবে বন্যহাতি লোকালয়ে হানা দিচ্ছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন্যহাতি,লোহাগাড়া,লোকালয়
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close