প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ নভেম্বর, ২০১৯

কসবায় ২ ট্রেনের সংঘর্ষ

নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান মঙ্গলবার সকালে দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করতে গিয়ে এই ঘোষণা দেন।

এছাড়া আহতদের চিকিৎসার যাবতীয় খরচ জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে বলেও জানান তিনি।

সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে কসবা উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আর রেলওয়ে থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রেনের সংঘর্ষ,কসবা,ব্রাহ্মণবাড়িয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close