উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

  ১১ নভেম্বর, ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুলে লণ্ডভণ্ড উজিরপুর, নিহত ১

আহত শতাধিক

বরিশালের উজিরপুরে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে গাছচাপা পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। লণ্ডভণ্ড হয়েছে উপজেলার বিভিন্ন গ্রাম ও জনপদ, বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

উপজেলার ফসলের জমি এখন পানির নিচে। ঘের থেকে বেরিয়ে গেছে লক্ষ লক্ষ টাকার মাছ। বিভিন্ন প্রজাতির গাছপালা ভেঙ্গে প্রায় ২ শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। বুলবুলের আঘাতে উজিরপুর যেন এক অচেনা নগরী। রোববার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভারী বর্ষণের সঙ্গে প্রবল বেগে ঘূর্ণিঝড় পুরো উজিরপুর উপজেলায় আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে।

এতে উপজেলার পৌর এলাকার ১নং ওয়ার্ডের দক্ষিণ মাদার্শী গ্রামের মৃত দ্বিজেন্দ্র নাথ মজুমদারের স্ত্রী আশালতা মজুমদার (৬৫) নিজ ঘরে গাছের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। এ ছাড়া উপজেলার জয়শ্রী গ্রামের আমিরুননেছা(৬০), তার পুত্র সাইদুর (৩৫), শিকারপুর গ্রামের পারুল বেগম(৩৫), একই গ্রামের বৃষ্টি আক্তার (১৪), দক্ষিণ মাদার্শীর শাহে আলম হাওলাদার (৩০), সেলিম হাওলাদার(৫০) গাছের চাপায় গুরুতর আহত হোন।

এদিকে, ঝড়ের কারণে উজিরপুরের বিভিন্ন এলাকায় প্রায় কয়েক হাজার পানের বরজ বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে পুরো উজিরপুরের বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার প্রায় ৫০ কিলোমিটার পাকা সড়ক ঝড়ের কারণে বিধ্বস্ত হয়েছে।অনেক সড়কেই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে পৌর এলাকার মাহার গ্রামের বিধবা সুফিয়া বেগমের বসতঘর, সেলিম হাওলাদারের বসতঘর, ইচলাদী এলাকার বিধবা কোকোলার বসতঘর, দক্ষিণ মাদার্শীর শাহে আলম হাওলাদার, মশাং গ্রামের সাদ্দাম মল্লিকের মুরগীর খামার। এছাড়া শতশত ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় সহস্রাধিক মানুষ আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।

এদিকে উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের তালিকাসহ অসহায় মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ শুরু করেছেন। নিহত আশালতা মজুমদারকে বরিশাল জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেছেন। সেইসঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

রোববার রাতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান প্রদান করেন। সোমবার দিনভর বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার জানান, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে উজিরপুরের বিভিন্ন এলাকায় কয়েক কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েকশ পরিবার, ফসলের জমি ও মাছের ঘের এখনো পানির নিচে। এরইমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতাসহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উজিরপুর,ঘুর্ণিঝড় বুলবুল,ঘরবাড়ি বিধ্বস্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close