প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩১ অক্টোবর, ২০১৯

বেলুন বিক্রেতা গ্রেফতার

রূপনগরে বিস্ফোরণ, নিহত বেড়ে ৬

আহত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন স্বজনেরা

রাজধানীর রূপনগরে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

বুধবার বিকালে মনিপুর স্কুলের রূপনগর শাখার বিপরীত দিকে ১১ নম্বর সড়কে শিয়ালবাড়ি বস্তির পাশে এ বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। তারা হলো—রমজান (১১), নুপুর (১০), রুবেল (১২), ফারজানা (৭), রিয়া (৭)। পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়ার পর আহত আরেক শিশু রিয়া মনির (১০) মৃত্যু হয়।

এরা সবাই শিয়ালবাড়ি বস্তিতে থাকত। এ ঘটনায় আহত শিশুরা ঢাকার কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মোকাম্মেল হক বলেন, ভ্যানে করে গ্যাস সিলিন্ডার নিয়ে বেলুন ফুলিয়ে বিক্রি করছিলেন একজন বিক্রেতা। পাশেই বস্তি এলাকা হওয়ায় অনেকেই ভ্যান ঘিরে এবং আশপাশে দাঁড়িয়ে ছিল। কেউবা বেলুন কিনছিল। এ সময় হঠাৎ করে বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় বেলুন বিক্রেতা আবু সাঈদকে পঙ্গু হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ জানিয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রূপনগরে বিস্ফোরণ,আহত শিশু,গ্যাস বেলুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close