সাতক্ষীরা প্রতিনিধি

  ৩০ অক্টোবর, ২০১৯

২শ টাকা ঘুষ নিয়ে ধরা!

সাতক্ষীরা পাসপোর্ট অফিসের গ্রাহকের কাছ থেকে দুইশ টাকা ঘুষ নিয়ে হাতেনাতে ধরা পড়েছেন আনসার প্লাটুন কমান্ডার ইদ্রিস আলী। বুধবার বেলা ১টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এই প্লাটুন কমান্ডারকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনসার কমান্ডার ইদ্রিস আলী পাসপোর্ট অফিসে আগত একজন মহিলা গ্রাহকের কাছ থেকে কাজ করে দেবে বলে দুইশ টাকা ও কাগজপত্রের ফটোকপি নেন। পরবর্তীতে ঘুষের টাকা ও কাগজসহ এনএসআই কর্মকর্তারা তাকে আটক করে।

তবে এ বিষয়ে সাতক্ষীরার এনএসআই কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, ঘুষ নেওয়ার সময় এনএসআই অফিসের সদস্যরা সেখানে ছিলেন। অামরা তাকে আটক করিনি। ম্যাজিস্ট্রেট, আনসার কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন তারা বিষয়টি দেখছেন।

তবে এ বিষয়ে সাতক্ষীরা পাসপোর্র্ট অফিসের উপপরিচালক শাখাওয়াত হুসাইনের সঙ্গে একাধিক বার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,ঘুষ,এনএসআই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close