হিলি প্রতিনিধি

  ২৪ অক্টোবর, ২০১৯

ভারতে অনুপ্রবেশ

হিলি সীমান্ত দিয়ে দেশে ফিরলো ৪ কিশোর

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে প্রায় এক থেকে দেড় বছর সাজাভোগ শেষে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরেছে চার শিশু-কিশোর।

বৃহস্পতিবার দুপুরে হিলি চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় অভিবাসন পুলিশ। এ সময় বিজিবি, বিএসএফ ও দু’দেশের পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা শিশু-কিশোররা হলো—রাজশাহীর বোয়ালীয়া থানার মিঠু মিয়ার দুই ছেলে জহিরুল ইসলাম (১২) ও আলামিন ইসলাম (১৪), সুনামগঞ্জের সদর থানার সাহাবদ্দিনের ছেলে নূর মোহাম্মদ (১৫), পঞ্চগড়ের আটোয়ারী থানার রাজু ইসলামের ছেলে আরিফ হোসেন (১০)।

হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান রফিক জানান, অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ফেরত আসা চার শিশু-কিশোর। পরে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হওয়ার পর তাদের পশ্চিমবঙ্গের বালুরঘাট শিশু-শোধনাগারে রাখা হয়। সেখানে এক থেকে দেড় বছর আটক থাকার পর সাজা শেষ হওয়ায় আইনি প্রক্রিয়ায় মাধ্যমে আজ তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারতে অনুপ্রবেশ,হিলি সীমান্ত,শিশু-কিশোর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close