তানোর (রাজশাহী) প্রতিনিধি

  ০৭ অক্টোবর, ২০১৯

বজ্রপাত ও প্রকৃতি রক্ষায় তালবীজ বপন

জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতে প্রাণহানির হাত থেকে রক্ষা পেতে তাল গাছের বীজ বপন করছে এগ্রিকালচার সাসটেইনেবল অ্যান্ড সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসেডো)। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও এসেডোর বাস্তবায়নে চলতি বছরে এ তালের বীজ বপণ করা হবে।

সোমবার বিকেলে তানোর পৌরশহরের সোনারপাড়া বটবাজার থেকে মালিপুকুর রাস্তার দুই পাশে এই বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম।

এ সময় আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর উজ্জল হোসেন, এসেডোর কর্মকর্তা মাহাবুব জামান, আজাহার আলীসহ স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসেডোর উদ্যোগে তালের বীজ রোপণের এই কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জের নাচোল এবং রাজশাহীর তানোর এ দুই উপজেলায় তিন বছরব্যাপী চলবে। এ বছর প্রতি উপজেলায় এক হাজার করে তালের বীজ বপন করা হবে।

এই উদ্যোগকে সফল করতে নিজ নিজ অবস্থান থেকে দুই উপজেলার সবার সর্বাত্মক সার্বিক সহযোগিতা কামনা করেছেন এসেডোর কর্মকর্তারা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এসেডো,তালগাছ,বীজ বপন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close