reporterঅনলাইন ডেস্ক
  ০৬ অক্টোবর, ২০১৯

ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাগুরায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দুই সন্তানের মা মাছুমা বেগম (৪০) শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের বাসিন্দা মাছুমা গত ২৭ সেপ্টেম্বর জ্বর নিয়ে শ্রীপুরের দারিয়াপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে তার রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে বলে সেখানকার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রইচজ্জামান জানান। তিনি বলেন, দুদিন পর ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিতে বলেছিলেন তারা।

তবে দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য মাছুমা বেগমকে ২৯ সেপ্টেম্বর যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় বলে তার পরিবারের বরাত দিয়ে লিটন হোসেন নামে তাদের একজন প্রতিবেশী জানান। তিনি বলেন, সেখানে তিনদিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেলে ও পরে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগুরা,ডেঙ্গুতে মৃত্যু,গৃহবধূ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close