reporterঅনলাইন ডেস্ক
  ২২ সেপ্টেম্বর, ২০১৯

৭ ঘণ্টা পর কাঁঠালবাড়িতে ফেরি চলাচল শুরু

সাত ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট ও কাঁঠালবাড়ি ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক গাড়ি। এতে যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এর আগে নাব্যতা সংকটের কারণে শনিবার রাত সাড়ে ৩টা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসির এজিএম নাসির উদ্দিন চৌধুরী জানান, সপ্তাহখানেক ধরেই এই নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। কিন্তু ভোর রাতে লৌহজং টার্নিং পয়েন্টের মুখে নাব্যতা সংকট মারাত্মক আকার ধারণ করে। চ্যানেলে ফেরি ঢুকতে পারছিল না। তাই ফেরিগুলো স্ব স্ব ঘাটে ফিরে আসে। ড্রেজিং শেষে রোববার সকাল সাড়ে ১০টায় ফেরি চলাচল শুরু হয়।

মাওয়া ট্রাফিকের টিআই হিলাল উদ্দিন জানিয়েছেন, আকস্মিক ফেরি বন্ধ হয়ে যাওয়ায় ঘাটে যানজট বেড়েছে। পার্কি ইয়ার্ড ছাড়িয়ে এই যানজট মহাসড়কে ছড়িয়ে পড়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেরি চলাচল,নৌরুট,ভোগান্তি,নাব্যতা সংকট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close