ফরিদপুর প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

ফরিদপুরে আঞ্চলিক পরিকল্পনা কর্মশালা

ফরিদপুরে ২০১৯-২০ অর্থ বছরের সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ‘আঞ্চলিক পরিকল্পনা কর্মশালা’ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের আয়োজনে উপপরিচালকের প্রশিক্ষণ হল রুমে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ উইং কৃষিবিদ শাহ আলম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পার্থ প্রতিম সাহার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন—কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কাজী আবদুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী, প্রকল্প পরিচালক সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (১ম সংশোধিত) প্রকল্পের কৃষিবিদ মাইদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী।

দিনব্যাপী কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট, মাগুরা, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর ও ফরিদপুর অঞ্চলের কর্মকর্তারা ও উপকারভোগী চাষিরা অংশ গ্রহণ করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,কৃষি সম্প্রসারণ,কর্মশালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close