রংপুর ব্যুরো

  ০৯ সেপ্টেম্বর, ২০১৯

রংপুর-৩ আসন

মনোনয়নপত্র জমা শেষে উল্লাসমুখর রংপুর

রংপুর-৩ আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের ছেলে ও ভাতিজাসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বরে বিভিন্ন দলের নেতা-কর্মীদের সাথে কথা হলে তারা স্ব-স্ব অবস্থান থেকেই জানান, সুষ্ঠুভাবে ভোট হলে এবং ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারলে তাদের দলই বিজয়ী হবে। বিজয় লাভের পরপরই উন্নয়নের জোঁয়ারে ভাসাবেন এরশাদের ঘাঁটি খ্যাত এ আসনটি।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে বিভিন্ন রাজনৈতিক দলের ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রার্থীরা হলেন, আ.লীগ মনোনীত অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, জাপার রাহগীর আল মাহি সাদ ওরফে সাদ এরশাদ, বিএনপির রিটা রহমান,খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল, গণফ্রন্টের কাজী শহীদুল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম এবং বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ একরামুল হক, স্বতন্ত্রে জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ও সাবেক সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার আসিফ ওরফে আসিফ শাহরিয়ার এবং মহানগর বিএনপির সহ-সভাপতি কাওছার জামান বাবলা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া জাতীয় পার্টর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর এবং মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এম এ মজিদ মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তারা জমা দেননি।

প্রসঙ্গত, ১৪ জুলাই রংপুর-৩ আসনের সাবেক জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ই জুলাই আসনটি শূণ্য হয়। এ আসনটিতে ৫ অক্টোবর ভোটগ্রহণ হবে। সেইসঙ্গে ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন ভোটার ১৩০টি ভোট কেন্দ্রের ৯১০ টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উপনির্বাচন,রংপুর-৩ আসন,মনোনয়নপত্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close