রংপুর ব্যুরো

  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

রওশন এরশাদের বিরুদ্ধে রংপুরে ঝাড়ু মিছিল

রংপুরে রওশন এরশাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন মহানগর জাতীয় মহিলা পার্টি।

শুক্রবার বিকালে জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ কার্যালয় থেকে ঝাড়– মিছিলটি বের হয়ে রংপুর মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন সংগঠনের নেতাকর্মীরা। সেখানে রওশন এরশাদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তব্য দেন মহানগর জাতীয় মহিলা পার্টির সভাপতি জেসমিন আরা, সাধারণ সম্পাদক জোৎস্না বেগম ও যুগ্ম সম্পাদক মমতাজ বেগম প্রমুখ।

বক্তারা বলেন, রংপুরের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জি এম কাদেরের ভক্ত, রওশন এরশাদের নয়। এজন্য রংপুরবাসীর পক্ষ থেকে জি এম কাদেরকে দলের চেয়াম্যান দাবি করা হয় সমাবেশে। সমাবেশে জি এম কাদেরের হাতকে শক্তিশালী করে তার মনোনীত প্রার্থীকে উপনির্বাচনে জয়যুক্ত করার দাবি জানানো হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,ঝাড়ু মিছিল,রওশন এরশাদ,জাপা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close