নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ২৩ আগস্ট, ২০১৯

নাগরপুরে জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলের নাগরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় কালীবাড়ি, বিবেকানন্দ জাগরণী সংঘ ও মামুদ নগর কেন্দ্রীয় শ্মশান ঘাট কমিটি পৃথকভাবে দুই দিনব্যাপী শ্রী শ্রীমদ্ভাগবত পাঠ, সন্ধ্যা আরতি, নাম সংকীর্তন, ভক্তিমূলক গান, লীলা কীর্তন, প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার সকালে নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি তাদের শ্রীঅঙ্গন থেকে, বিবেকানন্দ জাগরণী সংঘ হরিভক্ত পাড়া দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে ও মামুদ নগর কেন্দ্রীয় শ্মশান ঘাট কমিটি শ্মশান ঘাট থেকে পৃথক মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাগুলো উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্ব স্ব স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা, জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ, রমেন্দ্র নারায়ন শীল, শম্ভু নাথ সাহাসহ সনাতন ধর্মাবলম্বীরা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাগরপুর,জন্মাষ্টমী,মঙ্গল শোভাযাত্রা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close