reporterঅনলাইন ডেস্ক
  ২২ আগস্ট, ২০১৯

পায়রা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে পুলিশ

জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় পটুয়াখালীর পায়রা নদীতে বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে লেবুখালী ফেরী ঘাটে জেলা পুলিশের আয়োজনে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম ১০০ কেজি বিভিন্ন জাতের দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন—পটুয়াখালীর পুলিশ সুপার মইনুল হাসান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার বাউফলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

পোনা অবমুক্ত করা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেন, দেশীয় প্রজাতির বিভিন্ন জাতের মাছ সংরক্ষণে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। তাই মৎস সম্পদ সংরক্ষণে সামর্থ অনুযায়ী মাছ চাষে সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,পায়রা নদী,পোনা অবমুক্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close