সীতাকুণ্ড প্রতিনিধি

  ২১ আগস্ট, ২০১৯

শিবপুরে সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

সর্বত্র কাঁদা মাটিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড জেলার উত্তর শিবপুর কোনা পাড়া সড়ক। দীর্ঘদিন থেকে সংস্কারবিহীন এ সড়কের বেহাল দশায় চলাচলে চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী। রাস্তার কিছু অংশে ইট থাকলেও প্রবল বর্ষণে ইট সরে গিয়ে বিশাল বিশাল গর্তের সৃষ্টির পাশাপাশি কর্দমাক্ত হয়ে পড়েছে সড়কটি। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি পুরোপুরি নষ্ট হওয়ায় চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকার বাসিন্দারা।

জানা যায়, প্রায় আড়াই হাজারের অধিক জনসংখ্যা বেষ্টিত উত্তর শিবপুর কোনা পাড়া এলাকার চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে এ গ্রামীণ সড়কটি। এখানে বসবাসরত লোকজনকে যাতায়াতের পাশাপাশি কৃষি কাজের পণ্য আনা-নেয়ার সড়কটি প্রতিদিন ব্যবহার করতে হয়। এলাকাবাসীর চলাচলের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন থাকায় সর্বত্র খানাখন্দ সৃষ্টির মাধ্যমে বেহাল দশার সৃষ্টি হয়েছে। বর্তমানে বিপর্যস্ত এ সড়কটি সামান্য বৃষ্টিতে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি বরাদ্দের অজুহাত দেখিয়ে ঝুঁকিপূর্ণ এ সড়কটি পুণরায় মেরামতে ব্যবস্থা গ্রহণ না করে নিশ্চুপ রয়েছেন।

সরেজমিনে রাস্তাটি ঘুরে দেখা যায়, দীর্ঘদিন থেকে সংস্কারবিহীন এ কোনা পাড়া সড়কের ইট সরে গিয়ে অনেকটা কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। বর্ষার টানা বর্ষণে পুরো সড়কটি কর্দমাক্ত হওয়ার পাশাপাশি রাস্তার মাটি সরে গিয়ে সড়কটি সমতল ভূমির সাথে মিশে গেছে। রাস্তার পাশে পানি নিষ্কাশনের সঠিক কোনও ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

কোনা পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন জানান, জনগুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ চলাচল করে। কিন্তু সড়কটির এমন নাজুক অবস্থার কারনে চলাচলে দুর্ঘটনাসহ চরম ভোগান্তি পোহাতে হয়। প্রায় ৪০০ গজ কাঁচা সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট খানাখন্দে জমে থাকা পানিতে জামা কাপড়ে ময়লা লাগলে অনেককে মাঝপথে বাড়িতে ফিরতে হয়।

বর্তমানে নাজুক এ সড়কের দ্রুত মেরামতে স্থানীয় জনপ্রতিনিধি নিতে অনুরোধ করেন তিনি।

এ বিষয়ে পৌর কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম স্থানীয় লোকজনের ভোগান্তির বিষয়টি স্বীকার করে জানান, সড়কটির সংস্কারের মাধ্যমে এলাকাবাসী দুর্ভোগ লাঘবে করণীয় ব্যবস্থা নিতে পৌর মেয়রকে বিষয়টি অবহিত করেছি। এ ব্যাপারে বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বরাদ্দ পেলে সহসাই সড়কের সংস্কার কাজ শুরু হবে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিবপুর,সড়ক,বেহাল দশা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close