reporterঅনলাইন ডেস্ক
  ১৯ আগস্ট, ২০১৯

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় একজন, ময়মনসিংহে দুইজন ও ফরিদপুরে একজন মারা গেছেন। রোববার রাতে ও সোমবার সকালে তারা মারা যান। চারজনের মৃত্যুর বিষয় হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

খুলনা : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিজানুর পেশায় সবজি বিক্রেতা ছিলেন। খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৫ আগস্ট (বৃহস্পতিবার) মিজানুর রহমান খুমেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। মিজানুরের বাড়ি রূপসা উপজেলার খাঁজাডাঙ্গা গ্রামে।

ময়মনসিংহ : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার রাত ৮টার দিকে রাসেল মিয়া (৩২) নামে এক যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামে। এছাড়া সোমবার সকালে একই হাসপাতালে কেন্দুয়ার আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি মারা যান। তারা কয়েকদিন আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার।

ফরিদপুর : আমাদের প্রতিনিধি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন (৪৫) নামের ব্যক্তি মারা গেছেন। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

দেলোয়ার হোসেন সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী গ্রামের সফিউদ্দিন আহমেদের ছেলে। তিনি ফরিদপুর শহরের পূর্বখাবাসপুরস্থ লঞ্চঘাট মসজিদের খাদেম ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি হন। অবস্থা গুরুতর হওয়ায় রোববার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সকালে তার মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা জানান, দেলোয়ার রোববার রাতে হাসপাতালে ভর্তি হন এবং সোমবার সকালে মারা যান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেঙ্গু,খুলনা,ময়মনসিংহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close