কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১৭ আগস্ট, ২০১৯

কোটালীপাড়ায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প

‘আমরা করবো স্বেচ্ছায় রক্তদান, রক্তের অভাবে মরবে না আর একটিও প্রাণ’ এই স্লোগান সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে ও মুনা জেনারেল হাসপাতালের সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালিত হয়েছে।

শনিবার উপজেলার সরকারি তারাশী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্প হয়। পৌর মেয়র হাজি কামাল হোসেন শেখ ক্যাম্পটির উদ্বোধন করেন।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন—উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি যশোদা জীনব সাহা, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দাড়িয়া, সমাজসেবক ইউছুফ দাড়িয়া, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলু, মুনা জেনারেল হাসপাতালের পরিচালক গৌরাঙ্গ লাল দাস।

পাঁচ ঘণ্টাব্যাপী চলা ফ্রি এ ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫ শতাধিক ব্যক্তির গ্রুপ নির্ণয় করা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্লাড গ্রুপ,জ্ঞানের আলো পাঠাগার,কামাল হোসেন শেখ,কোটালীপাড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close