ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১৪ আগস্ট, ২০১৯

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৪শ সুপারি গাছ কেটেছে দুর্বৃত্তরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিবেশ বন্ধু গাছের সঙ্গে নির্মম আচরণ করেছে দুর্বৃত্তরা। তারা একজন কৃষকের ১ হাজার ৪ শত সুপারি গাছ কেটে ফেলেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ভেল্লিকুড়ি গ্রামে।

জানা গেছে, ঈদের দিন রাতে ভেল্লিকুড়ি গ্রামের কৃষক সবুজ মিয়ার প্রায় এক বিঘা জমির উপর করা সুপারি বাগানের ১ হাজার ৪ শত সুপারি গাছ কেটে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

কৃষক সবুজ মিয়া জানান, তার সঙ্গে হয়তো অন্য কারো শত্রুতা থাকতে পারে। কিন্তু এভাবে ১৪শ মাঝ বয়সী সুপারি গাছ কেটে ফেললো। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভূরুঙ্গামারী থানায় অভিযোগ দায়ের করেছি। আমি এর বিচার চাই।

চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক ঘটনার সততা স্বীকার করে বলেন, এর সুষ্ঠু বিচার করতে ক্ষতিগ্রস্ত কৃষককে সকল প্রকার সহযোগিতা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) জাহেদুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভূরুঙ্গামারী,সুপারি গাছ,ভেল্লিকুড়ি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close