reporterঅনলাইন ডেস্ক
  ১২ আগস্ট, ২০১৯

ট্রাক খাদে পড়ে ৩ গরু ব্যবসায়ী নিহত

​ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও আহত গরু ব্যবসায়ীরা জানান, ঢাকার গাবতলীতে বেশ কিছু গরু বিক্রির পর ভোর রাতে ১১টি গরু ফেরত নিয়ে ১৮ জন গরু ব্যবসায়ী একটি ট্রাকে চড়ে গ্রামের বাড়ি কুষ্টিয়া ফিরছিলেন। পথিমধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় তাদের বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান গরু ব্যবসায়ী মনোয়ার হোসেন (২৪) ও ওবায়েদ হেসেন ( ৪২)। আর আহত ৭ জনকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করার পর মারা যান ইজাহার (৪৫) নামে আরো একজন। অপর ৬ জন জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। হতাহতদের বাড়ি কুষ্টিয়ার উজানপুর গ্রামে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে আনার পর আরো একজন মারা যায়। বাকি ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছে। সবার অবস্থা আশঙ্কামুক্ত নয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রাক খাদে,গরু ব্যবসায়ী,দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close