মহানগর (সিলেট) প্রতিনিধি

  ১০ আগস্ট, ২০১৯

সিলেটে কোরবানির জন্য ৩০ স্থান নির্ধারণ

পবিত্র ঈদুল আযহায় এবার পশু কোরবানির জন্য নগরের ২৭টি ওয়ার্ডে ৩০টি স্থান নির্ধারণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। অন্যান্য বছরের মতো এবারও নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিসিকের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আযহায় এ বছর নগরের ২৭টি ওয়ার্ডের ৩৬টি স্থানে কোরবানির পশু জবাই করার কথা থাকলেও সর্বশেষ ৩০টি স্থানে পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। ২৭টি ওয়ার্ডের সিটি কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মতামতের ভিত্তিতে এই ৩০ স্থানে পশু কোরবানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত এসব স্থানে পশু জবাই করে বর্জ্য যত্রতত্র না ফেলে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে রাখতে নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিসিক,সিলেট,কোরবানি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close