reporterঅনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট, ২০১৯

বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত

গাইবান্ধা-ঢাকা রুটে ২২ দিন পর ট্রেন চলাচল শুরু

লালমনিরহাট-গাইবান্ধা-বোনারপাড়া-সান্তাহার রুটে ২২ দিন পর রাজধানী ঢাকার সঙ্গে বৃহস্পতিবার সরাসরি ট্রেন চলাচল চালু হয়েছে।

বন্যার পানির তোড়ে গাইবান্ধার আপ স্টেশন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত এক হাজার ফুট রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ১৬ জুলাই থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

গত ২ আগস্ট রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেন এবং জরুরি ভিত্তিতে রেললাইন মেরামতের নির্দেশ দেন।

ঈদুল আযহার আগেই ৮ জুলাই থেকে যে উত্তরাঞ্চলের লালমনিরহাট-সান্তাহার রুটে রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছিলেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গাইবান্ধার আপ স্টেশন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত প্রায় এক হাজার ফুট রেলের মাটি সরে যাওয়ায় রেলওয়ের পাঁচ থেকে ছয় কোটি টাকার ক্ষতি হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রেন চলাচল,গাইবান্ধা-ঢাকা,রেললাইন ক্ষতিগ্রস্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close