চট্টগ্রাম ব্যুরো

  ০৭ আগস্ট, ২০১৯

গভীর সমুদ্রে ডুবলো ক্লিংকারবাহী ২ জাহাজ

ফাইল ছবি

বিরূপ আবহাওয়ায় উত্তাল সাগরে সিমেন্টের ক্লিংকারবাহী দুটি জাহাজ ডুবে গেছে।

বুধবার দুপুরের দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার অদূরে ঠেঙ্গারচরে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন লাইটার জাহাজ এমভি টিটু-১৯ ও এমভি টিটু-১৮ ডুবে যায় বলে নৌবাহিনী ও বিআইডব্লিউটিএ জানিয়েছে।

জাহাজের ক্রুদের সবাইকে উদ্ধার করা যায়নি। নৌবাহিনীর জাহাজ দুর্জয়, শৈবাল, সুরভী ও সোয়াডস উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক মো. সেলিম বলেন, কুতুবদিয়ার কাছাকাছি গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকার বোঝাই হয়ে জাহাজ দুটি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ যাচ্ছিল। তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যে সাগর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ে একটি জাহাজের তলা ফেটে যায় এবং অপর একটি জাহাজের হ্যাজ ভেঙে পড়ে। পরে জাহাজ দুটি ঠেঙ্গারচর এলাকায় ডুবে যায়।

এসব জাহাজ দুটির প্রতিটিতে ১২ জন করে ক্রু থাকে জানিয়ে তিনি বলেন, এমভি টিটু-১৮ এর সব ক্রুকে উদ্ধার করা হয়েছে। অপর লোকদের উদ্ধারে নৌবাহিনী কাজ করছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাহাজডুবি,গভীর সমুদ্র,বঙ্গোপসাগর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close