সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০১৯

ডেঙ্গু মোকাবিলায় সুন্দরগঞ্জে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে ডেঙ্গু মোকবিলায় পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার পূর্বে উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র, ইউনিয়ন পরিষদ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী, ইমাম, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরশহর প্রদক্ষিণ করে।

ইউএনও সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, অধ্যক্ষ একেএমএ হাবীব সরকার, থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) তাজুল ইসলাম, বীর-মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ।

এদিকে, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সুন্দরগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ পৃথক র‌্যালিতে অংশগ্রহণ পূর্বক শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডেঙ্গু মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুন্দরগঞ্জ,ক্রাশ প্রোগ্রাম,ডেঙ্গু মোকাবিলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close