reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০১৯

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বিরূপ আবহাওয়া ও পদ্মা নদীতে উত্তাল ঢেউ ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরী পারাপার।

বুধবার সকালে ৪টি ফেরি দিয়ে পারাপার করলেও দুপুর থেকে সকল ফেরি বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় শিমুলিয়া ঘাটে ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলিম জানান, রাত থেকেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সকালে পদ্মায় প্রচণ্ড ঢেউ ও তীব্র স্রোতের কবলে নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। সকালের দিকে ৪টি ফেরি চলাচল করলেও দুপুর থেকে সেটা আবার বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি জানান, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হবে না।

অন্যদিকে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, ৫ শতাধিক গাড়ি ফেরি পারের অপেক্ষায় আছে। বৈরী আবহাওয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ আছে। ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট,নৌরুট,ফেরি চলাচল বন্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close