পটুয়াখালী প্রতিনিধি

  ২১ জুলাই, ২০১৯

পটুয়াখালীতে ৯ আ.লীগ নেতা বহিষ্কার

বিগত পটুয়াখালী পৌরসভা ও জেলার সকল উপজেলা নির্বাচনে দলীয় বিদ্রোহী ৯ জন প্রার্থীকে বহিষ্কার ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ।

শনিবার রাত ৮টায় পটুয়াখালী প্রেসক্লাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর জেলা আওয়ামী লীগের সভায় সিদ্ধান্তের আলোকে পটুয়াখালী পৌরসভা ও জেলার বিভিন্ন উপজেলা নির্বাচনে দলীয় বিদ্রোহী ৯ জন প্রার্থীকে বহিষ্কার ঘোষণা করেন।

বহিষ্কৃতরা হলেন—পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য আবুল কালাম আজাদ (কালাম মৃধা), জেলা আওয়ামী লীগের সদস্য (মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান) আবু বকর সিদ্দিকী, দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য শাহজাহান সিকদার, জেলা আওয়ামী লীগের সদস্য (বাউফল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান) ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য (দশমিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান) অ্যাডভোকেট শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সদস্য ও জেলা কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক (পটুয়াখালী পৌর সভার মেয়র) মহিউদ্দিন আহমেদ, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বশার ডাবলু, দশমিনা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজি আবু বকর ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য (রাঙ্গাবালী উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী) আরিফ বিন ইসলাম।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,আওয়ামী লীগ,বহিষ্কার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close