উখিয়া প্রতিনিধি

  ১৯ জুলাই, ২০১৯

উখিয়ায় ইটবোঝাই ট্রাক উল্টে ঘরে, রোহিঙ্গা মা-ছেলে নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরের একটি ঝুপড়ি ঘরের ওপর ইটবোঝাই ট্রাক উল্টে পড়েছে।এ সময় ট্রাকটির নিচে চাপা পড়ে ঝুপড়ি ঘরে থাকা মা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্প টু এর বি ব্লকে এ দুর্ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো, উখিয়ার ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্প টু এর বি ব্লকের বাসিন্দা আনোয়ার হোসেনের স্ত্রী সানজিদা (৩৫) ও তার ছেলে মোহাম্মদ কায়ছার (২)। তারা দুজনই ২০১৭ সালে ২৫ আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন।

এ ঘটনায় ট্রাকটি জব্দ ও হেলপার মোহাম্মদ রাসেলকে আটক করা হয়েছে। অতিরিক্ত ইট বহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

উখিয়া থানার ওসি বলেন, এনজিওর জন্য নিয়ে যাওয়া ইটবোঝাই একটি ট্রাক উল্টে পড়ে দুই রোহিঙ্গা মারা গেছেন। এ ঘটনায় ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উখিয়া,রোহিঙ্গা ক্যাম্প,ট্রাক উল্টে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close