চট্টগ্রাম ব্যুরো

  ১৮ জুলাই, ২০১৯

চলতি মাসেই নবম ওয়েজবোর্ড ঘোষণা : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পত্রিকা বের না হয়েও হাজার হাজার টাকার সরকারি বিজ্ঞাপন প্রকাশ করে মূল ধারার গণমাধ্যমের অর্থ তছরূপ করা হচ্ছে কি-না তা খতিয়ে দেখা হবে। এসব অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া চলতি মাসেই নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করা হবে।

গতকাল বুধবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের পেনশনের কথা উল্লেখ করে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সরকার থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গণমাধ্যম মালিকদের সরকার থেকে চিঠি দিয়ে পেনশন চালু করতে বলা হবে। এ ক্ষেত্রে মালিকপক্ষ সাংবাদিকদের বেতন থেকে একটি অংশ কেটে রেখে এবং মালিকপক্ষ একটি অংশ দিয়ে পেনশন চালুর বিষয়ে ভাবা হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, নবম ওয়েজবোর্ডে টেলিভিশন সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার কোনো আইনি সুযোগ নেই। টেলিভিশন সাংবাদিকদের জন্য প্রথক একটি বেতন কাঠামো গঠন করার বিষয়ে নবম ওয়েজবোর্ড কমিটি পৃথক সুপারিশ করেছেন। সেই সুপারিশের আলোকে আলাদা বেতন কাঠামো তৈরির বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।

সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নবম ওয়েজবোর্ড,তথ্যমন্ত্রী,চট্টগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close