কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ১৭ জুলাই, ২০১৯

বুড়িগঙ্গা তীরে ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গা তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার সকাল থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ থেকে ৪৫ তম কার্যদিবসের অভিযান শুরু করে বাংলাদেশ অভ্যন্তরিন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পরে বিকেল সাড়ে ৫টায় পানগাও এলাকায় এসে উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়। অভিযানে সাড়ে ৩ একর জমি উদ্ধার করা হয়।

এছাড়া নদী তীরে ফেলে রাখা মালামাল জব্দ করে নিলামে বিক্রি করা হয় এবং ২ জন দখলদারকে জরিমানা করা হয়েছে। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রট হাবিবুর রহমান হাকিম।

বিআইডব্লিউটির যুগ্ম-পরিচালক (বন্দর) এ কে এম আরিফ উদ্দিন বলেন, উচ্ছেদ অভিযানে ১টি দোতলা ভবন, ৬টি একতলা ভবন, ২৩টি আধাপাকা স্থাপনা ও ৩১টি টিনশেডের ঘর উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদকৃত মালামাল ও নদী তীরে ফেলে রাখা মালামাল জব্দ করে ৮৮ লক্ষ ২০ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। ২ জন দখলদারকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আগামী সোমবার ফতুল্লা থেকে ফের উচ্ছেদ অভিযান শুরু হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বুড়িগঙ্গা,উচ্ছেদ অভিযান,নদী তীর,বিআইডব্লিউটিএ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close